ঢাকা, ১৭ জুলাই বৃহস্পতিবার, ২০২৫ || ১ শ্রাবণ ১৪৩২
good-food

বর্ষায় শিশুদের যেসব অসুখ বেশি হয়, প্রতিরোধে যা করবেন অভিভাবকরা 

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২৯ ১৬ জুলাই ২০২৫  

প্রকৃতিতে চলছে বর্ষাকাল। এই সময়ে বড়দের পাশাপাশি ছোটরাও নানান অসুখে আক্রান্ত হচ্ছেন। এই সময়ে শিশুরা জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, গলায় ব্যথায় ভুগছে। উপরন্তু রয়েছে করোনা সংক্রমণের আশঙ্কাও। এসময়ে বাচ্চাদের কোন কোন অসুখ হওয়ার আশঙ্কা থাকে, কীভাবেই বা অভিভাবকেরা বাচ্চাদের এই সমস্ত রোগের হাত থেকে রক্ষা করবেন, সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

 

বর্ষাকালে শিশুদের যেসব অসুখ হয় 

শিশু রোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্ষাকালে ভেজা স্যাঁতস্যাতে আবহাওয়ায় বাচ্চাদের ঠান্ডা লাগার প্রবণতা অনেক বেশি থাকে। বৃষ্টিতে ভিজলে জ্বর, সর্দি, কাশি, গলায় ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও এই সময়ে খাদ্যাভ্যাসে বেশ কিছু পরিবর্তন দেখা যায়। মুখরোচক খাবার খাওয়ার প্রবণতা থাকে। 

 

পানিবাহিত রোগ, মশার উৎপাত এসমস্ত কিছুর জন্য ঠান্ডা লাগা, জ্বরের পাশাপাশি ডায়রিয়া, ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড, পেটের সমস্যা এবং আরও নানা অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বাচ্চাদের। এই পরিস্থিতি সামাল দিতে হবে বড়দেরই।

 

বর্ষাকালে বাচ্চাদের স্বাস্থ্য রক্ষার্থে যা করবেন অভিভাবকরা 

বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে বৃষ্টিতে ভেজা বাচ্চাদের অত্যন্ত পছন্দের। তাই এর ফলে ঠান্ডা লাগার সম্ভাবনাও অনেক বেশি থাকে। বৃষ্টিতে ভিজলেও বাড়ি ফেরার পর ফের একবার ভালো করে ঠান্ডা গরম পানিতে গোসল করিয়ে দেওয়া দরকার। 

 

এই সময়ে পানি থেকে অনেক অসুখ হতে পারে। তাই এই সময়ে বাচ্চাদের পানি ফুটিয়ে ঠান্ডা করে খাওয়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। খেয়াল রাখতে হবে বাড়ির আশেপাশে যেন কোনওভাবেই পানি জমে না থাকে। তাতে মশার উৎপাত বাড়ার সম্ভাবনা থাকে। 

 

ডেঙ্গু কিংবা ম্যালেরিয়ারও আশঙ্কা বাড়ে। বর্ষাকালে আরও বেশি করে মশারি টাঙিয়ে শোওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মশা যাতে কামড়াতে না পারে, সেদিকে নজর দিন। চুল ভেজা অবস্থায় বাচ্চা যাতে ঘুমিয়ে না পড়ে, সেদিকে নজর দিতে হবে। এছাড়া খাবারের তালিকায় রাখতে হবে স্বাস্থ্যকর খাবার। তবেই এই সময়ে বাচ্চা থাকবে সুস্থ।